প্রকৃতির পক্ষপাতহীন উদার ভালোবাসার অবারিত মায়া বাঁধনে রূপসী বাংলা অনন্ত প্রেয়সী নারীর মত আমাকে অবিরত ডাক দিয়ে যায় নিভৃতে হৃদয়ের কুল ছুঁয়ে বয়ে চলা ভালোবাসা নামের এক নরম নদীর মিলন মোহনায় ।
সবুজের সাবলীল অনুভবে মেখে মেখে দিগন্ত রেখা ছুঁয়ে যাওয়া আমার মানবিক মুগ্ধতার সাথে নিঃশেষে মিলেমিশে একাকার হয়ে যায় রূপসী বাংলার গোধূলি সন্ধ্যা চোখের আবেশী তারায় আমার জন্য জমানো প্রেয়সীর মৌন প্রশ্রয় ।
গাঙচিলের উড়াল ডানার ভর করে নেমে আসা রঙিন শৈশব থেকে ঝঞ্ঝাক্ষুব্ধ নদীর দুকুল ভাসানো গতিময় যৌবন শেষে একপায়ে থিতু হয়ে দাঁড়ানো জীবন সায়াহ্নেও প্রেয়সী বাংলা নিজস্ব নারীর মত আমার জন্য জমিয়ে রাখে পুরনো পক্ষপাত ।
সোনাঝরা রৌদ্রের উষ্ণ দুপুর শেষের শান্ত বিকেলে খয়েরী ডানার খেয়ালী ধান শালিকের ভালোবাসাবাসি খেলে যাওয়া সুখী মাটির তৃপ্ত বুকে কোমল নারীর মমতায় প্রেয়সী বাংলা তার রুপের মহিমায় আমার জন্য জমা রাখে নোঙরের স্বপ্ন।
প্রেয়সী বাংলার সুগন্ধি বুকের নরম বল্কল ছুঁয়ে সৃষ্টির আদিম খেয়ালী ভাবনায় বেড়ে ওঠা হলুদ শর্ষে ফুলের বোটার গোপনে জমে থাকা মধুগন্ধি সুখের রঙিন প্রহরগুলো আমি আলাদা করে জমিয়ে রাখি নিজস্ব সোনালী সঞ্চয়ের খাতার পাতায় পাতায় ।
বিদ্রঃ বাংলা আমার বুক জোড়া বিপুল ভালোবাসার নাম, বহুমাত্রিক তার রুপ। আমার আজকের ভাবনায় সে উদিত হয়েছে তার লাজবতী প্রেমিকা রূপটি নিয়ে, সামনে হয়তো আসতে পারে তার জননী বা অন্য কোন রুপ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
কপায়ে থিতু হয়ে দাঁড়ানো জীবন সায়াহ্নেও প্রেয়সী বাংলা
নিজস্ব নারীর মত আমার জন্য জমিয়ে রাখে পুরনো পক্ষপাত । চমৎকার লিখেছেন। শ্রদ্ধা জানবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।